Successful Management of Mission

 

স্বপ্ন পূরণের সেরা প্রতিষ্ঠান 

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত G.D. Charitable Society এর পরিচালনায় MCAT এর অধীনে 

NABABIA MISSION নাবাবীয়া মিশন

শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংস্থা   

Educational, Cultural and Social Welfare Organization

    🌏 👉  Vill+P.O - Mainan, P.S-Khanakul, Dist. Hooghly, State- West Bengal, Pin: 712406

   “একটি আদর্শ আধুনিক ও উচ্চমানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান” - "An Ideal Modern and Standard Residential Educational Institution" 


Nababia Mission - Sk Sahid Akbar



হে বিশ্বাসীগণ 'আল্লাহকে ভয় কর এবং সত্যাদর্শ লোকদের সাথী হও। - আল-কোরআন।


নাবাবীয়া মিশন (উঃ মিঃ) ‌‌‍

NABABIA MISSION ( H.S)

শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংস্থা

স্থাপিত : ২০০১

মাইনান, খানাকুল, হুগলী, ৭১২৪০৬


প্রতিষ্ঠাতা (Founder)

মরহুম আলহাজ্ব সেখ ফজলুর রহমান


সাধারণ সম্পাদক (General Secretary)

সেখ সাহিদ আকবর 


প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron

  আলহাজ্ব মোস্তাক হোসেন  

প্রখ্যাত শিল্পপতি, দানবীর চিন্তাবিদ 

কর্ণধার: "জি.ডি. চ্যারিটেবল সোসাইটি'।


তত্ত্বাবধান ও অভিভাবকত্বে:

জি.ডি. চ্যারিটেবল সোসাইটির মনিটারিং কমিটির সম্মানিত সদস্যগণ

  • সেখ নুরুল হক - প্রাক্তন আই.এ.এস. (IAS)
  • সাফাকাত হোসেন - চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট
  • শরিফ হোসেন - ডাইরেক্টর, পতাকা গ্রুপ
  • মসিউর রহমান - প্রাক্তন পুলিশ অফিসার
  • মেহেবুব রহমান - প্রাক্তন আই.পি.এস (IPS)
  • মোতাহার হোসেন - চিফ এক্সিকিউটিভ অফিসার, পতাকা গ্রুপ
  • রফিকুল ইসলাম - প্রাক্তন সিনিয়র ইন্টারপিটার
  •  নিজাম শামীম - প্রাক্তন আই.পি.এস (IPS)
  • লিয়াকত আলি - প্রাক্তন আই.এ.এস. (IAS)
  • ড. আমজাদ হোসেন - অধ্যাপক, আলিয়া বিশ্ববিদ্যালয় 
  • রফিকুল ইসলাম - শিক্ষক, হাওড়া বিদ্যামন্দির
  • সৈয়দ নাসিরউদ্দিন - প্রাক্তন ডব্লিউ.বি.সি.এস. (WBCS) অফিসার 


"The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires." - Willium Arthur Ward


🌏 Contact Details :----------👇👇


☎️ Phone no. :  9732086786 / 9434466786

📧 Email : nababiamission786@gmail.com 

🌐 Website (old): www.nababiamission.org 

🌐 Website (New): https://nababiamissionsksahidakbar.com 

 📱 Facebook : : https://www.facebook.com/SkSahidAkbar 

🎦 YouTube:

 https://youtube.com/@NababiaMission_SkSahidAkbar


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

SUCCESSFUL         MANAGEMENT OF        MISSION  :-


মিশনের সফল ব্যবস্থাপনার মধ্যে ( In the Successful Management of the Mission )


> দিনলিপি ঃ ভোর ৫টায় ঘুম থেকে উঠে মহান সৃষ্টিকর্তা আল্লাহতালার প্রশংসা করে ফজরের আজান ও জামাতে নামাজ শেষ করে শরীরচর্চা করে, মিশনের ছাত্র-ছাত্রীরা মুখহাত ধুয়ে প্রাতঃ রাশ গ্রহণ করে। তারপর স্কুল ড্রেস পরে পরিপাটি হয়ে চলে যায় অঙ্গনে, শুরু হয় বিশেষ কোচিং। ৯.৩০ মিনিটে কোচিং শেষের ঘন্টা পড়লে ছাত্র-ছাত্রীরা হোস্টেলের নিজ নিজ রুমে ফিরে এসে স্নান সেরে সকালের খাবার খেয়ে ১০.৪৫ টায় স্কুল ড্রেস পরে স্কুলে চলে যায়। শুরু হয় প্রার্থনা তারপর প্রতিদিনকার পঠন-পাঠন। ঠিক ১.২০ মিনিটে টিফিনের ঘন্টা বাজলে ছাত্ররা মসজিদে গিয়ে জামাতে নামাজ পরে তারপর দুপুরের খাবার খেয়ে বিদ্যালয়ে ফিরে যায়। বিদ্যালয় ছুটি হলে ছাত্র-ছাত্রী জামাতের সঙ্গে আসরের নামাজ পড়ে। তারপর শিক্ষক এর তত্ত্বাবধানে কোরান পাঠ শেখার পর চলে যায় খেলার মাঠে। ফিরে এসে ওজু করে মাগরীবের নামাজ পড়ে টিফিন সেরে রাত ৯টা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে নিজ পাঠ অনুশীলনে রত থাকে। এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে আল্লাহ ও আল্লার রসুলের নাম নিয়ে ঘুমতে যায়।


→ শিক্ষা ঃ আমাদের মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে ইসলামিক আদর্শে সুনিশ্চিত করে তোলা। এই মহৎ উদ্দেশ্যের বাস্তবায়নে সর্বাধুনিক পদ্ধতিতে মিশন নিবেদিত এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পঠন-পাঠন ও নিয়মিত বিশেষ কোচিং এর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাতীয়তাবোধ, চরিত্রবান, দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক করে গড়ে তোলার জন্য কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা দেওয়া হয়।


> বিশেষ শিক্ষা : মিশনের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন গুনাবলীর বিকাশ সাধনে প্রতি সপ্তাহে ‘শিষ্টাচার’ শিক্ষা ও ইসলামিক বিষয়ের উপর বিশেষ শিক্ষা দেওয়া হয়।


> শিক্ষামূলক ভ্রমণ : ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য বৎসরান্তে ঐতিহাসিক এবং শিক্ষামূলক দর্শনীয় স্থান ভ্রমণের ব্যবস্থা আমরা করে থাকি।


> সাহিত্য-সংস্কৃতি ঃ মেধার বিকাশ ও শিল্পী মনের প্রসার ঘটাতে নিয়মিত সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির বিশেষ ব্যবস্থা আমরা করেছি।


>> নামাজ : আত্মশুদ্ধি, রুচিশীল ও পরধর্ম সহিষ্ণু করে গড়ে তোলার লক্ষ্যে আবশ্যিকভাবে প্রত্যেককে জামাতের সঙ্গে নামাজ পড়া এবং ইসলামী আদব কায়দা শিক্ষা দেওয়া হয় যাতে ব্যবহারিক জীবন সুন্দর ও সাবলীল হয় এবং নৈতিকতাবোধ গড়ে ওঠে।


কম্পিউটার শিক্ষা : আর্থিক অক্ষমতার জন্য অনেক ছাত্র-ছাত্রীই কম্পিউটার শিক্ষা থেকে দূরে থাকছিল। আমাদের নাবাবীয়া মিশনের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে একটি কম্পিউটার শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে মিশনের ছাত্র-ছাত্রীরা কোনও মাসিক বেতন না দিয়েই শিক্ষা অর্জন করতে পারবে।


পরীক্ষা ঃ ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন ও শিক্ষার মান উন্নয়নের জন্য ধারাবাহিক মূল্যায়ণ, সাপ্তাহিক পরীক্ষা এবং সারা বছরে তিনটি পর্যায়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা আছে।


> শরীর চর্চা : ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ সাধনে দৈনন্দিন শরীরচর্চার অঙ্গ হিসাবে প্রশিক্ষণ দ্বারা প্রত্যহ সকালে পি. টি. ট্রেনিং ও যোগ-ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাধারণ খেলাধূলার রুটিন মাফিক ব্যবস্থা তো আছেই।


>> স্টুডেন্ট গাইড : ছাত্র-ছাত্রীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং লেখাপড়ার সরঞ্জাম হিসাবে বই, খাতা, পেন ইত্যাদি সুলভ মূল্যে সরবরাহ করার জন্য মিশন ক্যাম্পাসের মধ্যে একটি বিপণন কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই বিপনন কেন্দ্রের মাধ্যমে উক্ত সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে।


> খাওয়া দাওয়া : ছাত্র-ছাত্রীদের রুচি অনুযায়ী পরিস্কার পরিচ্ছন্ন খাবার ঘরে রুচিসম্মত হালাল খাদ্য সহ বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়েছে। অবশ্যই খাওয়ার আগে ও পরে ইসলামী রীতি অনুসারে দোয়া পড়া।


> ছাত্র-ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সম্পর্ক : ছাত্রদের পঠন-পাঠন উন্নয়ন সংক্রান্ত এবং তাদের ভিন্নতর কোন প্রকার সমস্যা ও তার সমাধানে প্রতি সপ্তাহে আলোচনা সভা করা হয়।


> সাক্ষাৎকার : কেবলমাত্র রবিবার ও বিশেষ ছুটির দিন ছাড়া অন্য কোন দিনে ছাত্র-ছাত্রীর স্বার্থেই ছাত্র-ছাত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। প্রয়োজন বোধে বিশেষ কারণে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ছাত্র-ছাত্রীর সঙ্গে দেখা করা যাবে।


> বিশেষ সাক্ষাৎকার : ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন ও মিশনের সার্বিক উন্নয়নে প্রয়োজন বোধে সরাসরি মিশনের সাধারণ সম্পাদক ও সহঃসম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে।


> অভিভাবক সভা : মিশনের সার্বিক বিষয়ে উন্নয়ন ও ছাত্র-ছাত্রীর পঠন-পাঠন ও ভিন্নতর সমস্যা সমাধানের জন্য বছরে তিনবার যৌথ অভিভাবক সভা সংগঠিত করা হয়।


> বৃত্তি : মিশনের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধার ভিত্তিতে বিশেষ বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীর মেধা ও পঠন-পাঠনের মান বিশেষ ভাবে বিবেচিত হবে।


প্রাইজ : ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য বাৎসরিক পরীক্ষার ফলাফলে, আচার-আচারণ ইত্যাদির ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের, মিশনের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফজলুর রহমান স্মৃতি পুরস্কারে' পুরস্কৃত করা হয়ে থাকে।


> ফিজ : মিশনের সুষ্ঠ পরিচালন ব্যবস্থা বজায় রাখতে ছাত্র-ছাত্রীদের প্রদেয় মাসিক ফিজ ও অন্যান্য ফিজ সেই মাসের ৭ তারিখের মধ্যে দিতে অনুরোধ করা হয়েছে।


> ফ্রি-শিপ ঃ এই শিক্ষাবর্ষে (২০২৩) ইয়াতিম, দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ ফ্রি শিপ প্রদানের ব্যবস্থা রাখা সম্ভব হয়েছে।


> নিয়ামানুবর্তিতা : প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মিশনের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা সম্বন্ধে প্রতিনিয়ত সবিশেষ অবহিত করা হয়ে থাকে। নিয়ম-শৃঙ্খলার বাতাবরণ একজন ছাত্র-ছাত্রীকে যাতে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে।


> পরিষ্কার পরিচ্ছন্নতা : নিজের জামাকাপড় থেকে শুরু করে বিছানা-পত্র ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক ছাত্র-ছাত্রীর বাধ্যতামূলক কর্তব্য হিসাবে বিবেচিত হয়। এছাড়া প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাত-পায়ের নখ কাটা ও চুল কাটার ব্যবস্থার সঙ্গে নিয়মিত ভাবে সকালে ও রাতে খাবার পর দাঁত মাজার উপর বিশেষ জোর দেওয়া হয়।


ফোন : পঠন-পাঠন ও নামাজের সময় ছাত্র-ছাত্রীদের কোন ফোন এলে দেওয়া যাবে না।


অভিভাবকগণের প্রতি অনুরোধ - সময়ের প্রতি লক্ষ্য রাখবেন।

 > ছুটি :প্রদত্ত তালিকার বাইরে কোন ছাত্র-ছাত্রীকে ছুটি দেওয়া যাবে না। একান্ত প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ছুটি দেওয়া বিবেচিত হতে পারে।


“শহীদের রক্তের চেয়ে শিক্ষিতের কলমের কালি অধিক উত্তম।”    ~ প্রফেট হজরত মহম্মদ (সাঃ)


“সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।”  ~ স্বামী বিবেকানন্দ


“বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়।” – হজরত আলি (রাঃ)


‘যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছেশান্তি থাকেনা। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত।” – ইবনুল আরাবী 


“জীবনের উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা।” – মার্ক টয়েন 







No comments:

Post a Comment

I ♥️ NABABIA MISSION - মাইনান খানাকুল হুগলী ৭১২৪০৬ ।। একাদশ শ্রেণীতে বিজ্ঞান ও কলা বিভাগের জন্য খুব শীগ্রই যোগাযোগ করুন

  স্বপ্ন পূরণের সেরা প্রতিষ্ঠান   পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত G.D. Charitable Society এর পরিচালনায় MCAT এর অধীনে   N...