MCAT of G.D Charitable Society

 

স্বপ্ন পূরণের সেরা প্রতিষ্ঠান 

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত G.D. Charitable Society এর পরিচালনায় MCAT এর অধীনে 

NABABIA MISSION নাবাবীয়া মিশন

শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংস্থা   

Educational, Cultural and Social Welfare Organization

    🌏 👉  Vill+P.O - Mainan, P.S-Khanakul, Dist. Hooghly, State- West Bengal, Pin: 712406

   “একটি আদর্শ আধুনিক ও উচ্চমানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান” - "An Ideal Modern and Standard Residential Educational Institution" 


Nababia Mission - Sk Sahid Akbar



হে বিশ্বাসীগণ 'আল্লাহকে ভয় কর এবং সত্যাদর্শ লোকদের সাথী হও। - আল-কোরআন।


নাবাবীয়া মিশন (উঃ মিঃ) ‌‌‍

NABABIA MISSION ( H.S)

শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংস্থা

স্থাপিত : ২০০১

মাইনান, খানাকুল, হুগলী, ৭১২৪০৬


প্রতিষ্ঠাতা (Founder)

মরহুম আলহাজ্ব সেখ ফজলুর রহমান


সাধারণ সম্পাদক (General Secretary)

সেখ সাহিদ আকবর 


প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron

  আলহাজ্ব মোস্তাক হোসেন  

প্রখ্যাত শিল্পপতি, দানবীর চিন্তাবিদ 

কর্ণধার: "জি.ডি. চ্যারিটেবল সোসাইটি'।


তত্ত্বাবধান ও অভিভাবকত্বে:

জি.ডি. চ্যারিটেবল সোসাইটির মনিটারিং কমিটির সম্মানিত সদস্যগণ

  • সেখ নুরুল হক - প্রাক্তন আই.এ.এস. (IAS)
  • সাফাকাত হোসেন - চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট
  • শরিফ হোসেন - ডাইরেক্টর, পতাকা গ্রুপ
  • মসিউর রহমান - প্রাক্তন পুলিশ অফিসার
  • মেহেবুব রহমান - প্রাক্তন আই.পি.এস (IPS)
  • মোতাহার হোসেন - চিফ এক্সিকিউটিভ অফিসার, পতাকা গ্রুপ
  • রফিকুল ইসলাম - প্রাক্তন সিনিয়র ইন্টারপিটার
  •  নিজাম শামীম - প্রাক্তন আই.পি.এস (IPS)
  • লিয়াকত আলি - প্রাক্তন আই.এ.এস. (IAS)
  • ড. আমজাদ হোসেন - অধ্যাপক, আলিয়া বিশ্ববিদ্যালয় 
  • রফিকুল ইসলাম - শিক্ষক, হাওড়া বিদ্যামন্দির
  • সৈয়দ নাসিরউদ্দিন - প্রাক্তন ডব্লিউ.বি.সি.এস. (WBCS) অফিসার 


"The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires." - Willium Arthur Ward


🌏 Contact Details :----------👇👇


☎️ Phone no. :  9732086786 / 9434466786

📧 Email : nababiamission786@gmail.com 

🌐 Website (old): www.nababiamission.org 

🌐 Website (New): https://nababiamissionsksahidakbar.com 

 📱 Facebook : : https://www.facebook.com/SkSahidAkbar 

🎦 YouTube:

 https://youtube.com/@NababiaMission_SkSahidAkbar


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 


MCAT       of      G.D.       Charitable    Society 


মুসলিম মিশন স্কুলগুলির কমন অ্যাডমিশন টেষ্ট (Common Admission Test for the Muslim Mission & School) ~ 


জি. ডি. চ্যারিটেবল সোসাইটির (G.D. Charitable Society) তত্ত্বাবধানে পশ্চিমবাংলার মুসলিম-পরিচালিত ষাটটি (৬০) মিশন স্কুল একযোগে একই সিলেবাসের ভিত্তিতে একটি Mission Common Admission Test (MCAT) বা একটি মাত্র ভর্তি-পরীক্ষা নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরীক্ষার ফর্মে পরীক্ষার্থীরা কোন মিশনে ভর্তি হতে চায়, তাদের সেই option বা পছন্দ জানিয়ে দিতে পারবে। ফল প্রকাশের পর একটি জায়গাতেই সব মিশনের জন্য কাউন্সেলিং হবে। পরীক্ষায় তাদের র্যাঙ্ক অনুযায়ী সফল পরীক্ষার্থীরা এই ষাটটি (৬০) মিশনে তাদের পছন্দের ক্রম অনুযায়ী যতক্ষণ আসন খালি থাকবে, ততক্ষণ তারা ভর্তির সুযোগ পাবে।


মিশন কমন অ্যাডমিশন টেস্ট (MCAT) নেবার সিদ্ধান্তের ফলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনেকগুলি অসুবিধা দূর হবে। যেমন বিভিন্ন মিশনে ভর্তির জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিলেবাস ও প্রশ্নপত্রের মাধ্যমে বার বার আলাদা আলাদা ভর্তি-পরীক্ষা দিতে যাবার হয়রানি আর থাকবে না। এতে অনেকগুলি ফর্ম কেনা, যাতায়াত, থাকা-খাওয়া বাবদ পরীক্ষার খরচও বেঁচে যাবে। দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য জি. ডি. স্কলারশিপ (G.D. Scholarship) পাবার সুযোগও প্রতিটি মিশনেরই থাকবে। সেই জন্য কোনো বিশেষ একটি মিশনে ভর্তি হবার সুযোগ না পেলে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না।


জি.ডি. চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে এই ষাটটি (৬০) মিশনের প্রতিটিতে পড়াশোনার মান, ভালো থাকার ব্যবস্থা, পুষ্টিকর খাওয়া-দাওয়া, খেলাধুলার সুযোগ, ইসলামি পরিবেশ, লাইব্রেরি ল্যবরেটরিসহ পরিকাঠামো ও পরিচালন ব্যবস্থা প্রভৃতি সব কিছুর উন্নতির জন্য নিয়মিত পর্যবেক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আশা করা যায় ইনশা আল্লাহ, আগামী দু'তিন বছরের মধ্যে সবকটি মিশনের সার্বিক মান অত্যন্ত উন্নত অবস্থায় পৌঁছবে; প্রত্যেকটি মিশনই পরীক্ষায় অত্যন্ত ভালো ফল দেখাবে এবং প্রতিটি ছাত্রছাত্রীই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।


মিশন কমন অ্যাডমিশন টেস্ট-এর মাধ্যমে এই ষাটটি (৬০) মিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে সব বিষয়েই এই সহযোগিতা ও পরামর্শ বিনিময় আরো বৃদ্ধি পাবে, ইনশা আল্লাহ্। এতে প্রতিটি মিশন এবং তাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এই ঐক্যবদ্ধ প্রয়াস ও সংহতির ফলে পশ্চিমবাংলার মুসলমানদের মধ্যে শিক্ষার আন্দোলন সত্যিকার শক্তিশালী আন্দোলনের রূপ নেবে। তার ফলে আমাদের গোটা সমাজ ও দেশ সমৃদ্ধ হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস।


                 - জি. ডি. চ্যারিটেবল সোসাইটি


বিঃদ্রঃ—


অভিভাবক/অভিভাবিকা তার সন্তান কে নাবাবীয়া মিশনে” ভর্তি করাতে চান তাহলে মিশন কমন অ্যাডমিশন টেস্ট ফর্মে 'কোন মিশনে ভর্তি হতে ইচ্ছুক'- এই কলমের এক নম্বার ঘরে নাবাবীয়া মিশন' অবশ্যই উল্লেখ করতে হবে।




No comments:

Post a Comment

I ♥️ NABABIA MISSION - মাইনান খানাকুল হুগলী ৭১২৪০৬ ।। একাদশ শ্রেণীতে বিজ্ঞান ও কলা বিভাগের জন্য খুব শীগ্রই যোগাযোগ করুন

  স্বপ্ন পূরণের সেরা প্রতিষ্ঠান   পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত G.D. Charitable Society এর পরিচালনায় MCAT এর অধীনে   N...